বিনামূল্যে চিকিৎসা সেবায় চট্টগ্রাম মেডিকেল ছাত্রলীগ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১, ২১:৫৯
অ- অ+

করোনা মোকাবেলায় ‘হ্যালো ছাত্রলীগ’ নামের একটি টেলিমেডিসিন সেবা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগ। এতে ফোন করলেই বিনামূল্যে পাওয়া যাবে চিকিৎসা সেবা। প্রতি মুহূর্তে ১৬ জন চিকিৎসক করোনার উপসর্গসহ অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা সেবা-পরামর্শ দেবেন। বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

উদ্যোক্তারা জানান, চট্টগ্রামে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। আবার সংক্রমণ এড়াতে সাধারণ রোগ নিয়ে অনেকেই হাসপাতালে যাচ্ছেন না। সব মিলয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় চিকিৎসা সেবা পেতে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তা কমাতে চালু করা হয়েছে এই টেলিমেডিসিন সেবা।

চমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ‘হ্যালো ছাত্রলীগ’র সমন্বয়ক আল-আমিন ইসলাম শিমুল বলেন, ‘হাসপাতালগুলোতে করোনার ঝুঁকি বাড়ছে। করোনা রোগের ভয়ে অনেকেই সাধারণ রোগের চিকিৎসা নিতে পারছেন না। আবার অনেক চিকিৎসকের চেম্বারও বন্ধ। এসব কথা বিবেচনায় (হ্যালো ছাত্রলীগ) রেখে আমরা টেলিমেডিসিন সেবাটি পুণরায় চালু করেছি।’

উদ্যোক্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে টেলিমেডিসিন সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে মোট ১৯টি ফোন নাম্বার। এদের মধ্যে৷ ১৬টি নাম্বার চিকিৎসকদের। বাকি তিনটি সমন্বয়ের জন্য।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
জনবল সংকটে ধুঁকছে ফেনী জেনারেল হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার
২ বার কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা