মোহাম্মদপুরে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২১, ২০:৫৯| আপডেট : ০৯ মে ২০২১, ১৮:৪৫
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন রবিন।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তার কাছ থেকে উগ্রবাদী বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

রবিবার সন্ধ্যায় র‌্যাব-২ এর সহকারী পরিচালক মিডিয়া মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রবিনের বরাত দিয়ে র‌্যাব জানায়, রবিন উগ্রবাদী বই ও প্রচারপত্র বিলিসহ নতুন সদস্য দলভুক্ত করা এবং অন্যান্য সাংগঠনিক কাজের সাথে যুক্ত ছিলেন। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক পুস্তিকা, ল্যাপটপ ও মোবাইল থেকে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও রবিন নিয়মিত সংগঠনের জন্য চাঁদা দিতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা