ভেজাল সরিষার তেল উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২১, ২০:২২

কিশোরগঞ্জের হোসেনপুরে দুই তেল কারখানাকে ভেজাল সরিষার তেল উৎপাদন করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদে হোসেনপুর বাজারে সরিষার তৈল উৎপাদনকারী ২টি প্রতিষ্ঠানকে ভেজাল সরিষার তৈল উৎপাদন করার জন্য দুজনকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে পিয়ার ওয়েল মিলকে ২০ হাজার টাকা এবং ইব্রাহিম ওয়েল মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। এছাড়াও তিনি সকলকে ভেজাল ও অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা আহবান জানান।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :