টেকনোর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিস ইভানস

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২১, ১০:১০
অ- অ+

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো সম্প্রতি হলিউড সুপারস্টার ক্রিস ইভানসকে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছে। এই পার্টনারশিপের ফলে টেকনোর ব্র্যান্ড দর্শন- সর্বদা মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করা, প্রাণবন্ত মন নিয়ে চলা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়ার মত চিন্তাধারা প্রকাশ পেয়েছে। এই চিন্তাধারাগুলো সকলের মাঝে পৌঁছে দিতে হলিউডের জনপ্রিয় মার্ভেল ইউনিভার্স সিরিজের ক্যাপ্টেন আমেরিকা খ্যাত সুপারস্টার ক্রিস ইভানস কে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় টেকনো।

টেকনোর পার্টনারশিপ নিয়ে ক্রিস ইভানস বলেন, ‘টেকনো’র সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও ভীষণ আশবাদী। টেকনো এমন একটি উঠতি স্মার্টফোন ব্র্যান্ড যা উদীয়মান বাজারে সর্বদা ব্যবহারকারীদের চাহিদা মোতাবেক আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও উদ্ভাবনী পণ্য নিয়ে হাজির হয়। টেকনো সাম্প্রতিক বছরগুলোতে অবিচ্ছিন্নভাবে গ্লোবালি নিজেদের উপস্থিতি বজায় রাখার পাশাপাশি ধারাবাহিকভাবে পণ্যের প্রযুক্তিগত মান, আধুনিক নকশা এবং গুণগত মান ধরে রেখেছে।’

ক্রিস ইভানসের আগে বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে পার্টনারশিপ করেছিল টেকনো।

(ঢাকাটাইমস/৫মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা