এক সময়ের দাপুটে কাউন্সিলর ডেইজি এখন কী করছেন, আপনি কি জানেন?

কাজী রফিক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২১, ১৬:১৩| আপডেট : ০৪ মে ২০২১, ১৬:৩৯
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১, ৩৩, ৩৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজি দেশে নেই দীর্ঘদিন। গত সিটি নির্বাচনে হেরে দেশ ছেড়েছেন আওয়ামী যুব লীগের এই সহ-সভাপতি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন।

ডেইজি ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন। ওয়ার্ডটির দুইবারের কাউন্সিলর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ডেইজি। নির্বাচনী প্রচারণায় ডেইজির গান দেশব্যাপী জনপ্রিয়তা পায়। ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করলেও দেশব্যাপী আলোচনায় আসেন ‘ডেইজি আপা’।

তবে নির্বাচনের দিন সেন্টুর লোকজন হামলা করে ডেইজির নির্বাচনী এজেন্ট ও কর্মীদের ওপর। হামলার শিকার হন ডেইজি নিজেও। অবশেষে নির্বাচনে হেরে যান তিনি।

ভার্চুয়াল মাধ্যমে আলেয়া সারোয়ার ডেইজির সঙ্গে যোগাযোগ করে ঢাকা টাইমস। এসময় দেশ ছেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে আওয়ামী লীগের এই নারী নেত্রী বলেন, ‘নির্বাচনের আগে থেকে আমাকে কাজ করতে বাধা দেয়া হচ্ছিল। নির্বাচনে আমাকে কিভাবে হারিয়ে দেয়া হলো তা সবাই দেখেছেন। আমার কর্মীদের উপর, এমনকি আমার উপর হামলা করা হলো। আমি কোনো বিচার পেলাম না। নির্বাচনের পরেও আমি কাজ করার কোনো সুযোগ পাইনি। আমাকে পদে পদে বাধা দেয়া হয়েছে। এছাড়া আমার পরিবারের সবাই দেশের বাইরে থাকে। তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম।’

২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ছয় মাস পর গত বছরের আগস্টে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান ডেইজি। সেই থেকে সেখানেই রয়েছেন তিনি। তিন মাস আগে যুক্তরাষ্ট্রে এক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। বাঁ হাত ভেঙে গেছে। এখনো চলছে চিকিৎসা।

এ বিষয়ে ডেইজি বলেন, ‘দুর্ঘটনায় বাঁ হাতে ভেঙে গেছে। এখন আগের চাইতে সুস্থ আছি। ডাক্তাররা বলেছেন পুরোপুরি সেরে উঠতে প্রায় এক বছরের মতো লেগে যাবে।’

সম্প্রতি দেশে আসার ইচ্ছে বা পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে উত্তর সিটির সাবেক এই প্যানেল মেয়র বলেন, ‘দেশে তো অবশ্যই আসব। কুরবানির ঈদের পরেই ইনশাআল্লাহ দেশে ফিরব।’

দেশে ফিরে কী ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে চান? ঢাকা টাইমসের এমন প্রশ্নের জবাবে আলেয়া সারোয়ার ডেইজি বলেন, ‘আমি এতদিন মানুষের জন্য কাজ করে এসেছি। মানুষের জন্যই কাজ করতে চাই। এখন সেটা রাজনৈতিকভাবে হোক বা অরাজনৈতিকভাবেই হোক। যদি রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ না পাই, যদি কোনো সামাজিক সংগঠনও হয়, মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে আমি কাজ করব।’

(ঢাকাটাইমস/০৪মে/কারই/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
‘আমি সন্ত্রাসী বলছি, টাকা দেন’— ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, ডিবির অভিযানে তিনজন ধরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা