অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ১৮:০৬
অ- অ+

মৃত চাচীকে দেখে বাসায় ফেরার পথে রুবায়েত আফরোজ সেজুতি(১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গলায় থাকা ওড়না অটোরিকশার চাকায় প্যাঁচ লেগে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেজুতি ওই গ্রামের রুহুল আমিন মাস্টারের একমাত্র মেয়ে এবং ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় লোকজন জানান, বুধবার রাতে রুহুল আমিন মাস্টারের চাচাতো ভাই বাদল মিয়ার স্ত্রী নাছিমা বেগম(৪৫) নামাজরত অবস্থায় সেজদায় পড়ে ব্রেইন স্ট্রোকে মারা যান। বৃহস্পতিবার সকালে নিহত চাচীকে দেখতে মাসহ সেজুতি সাতেঙ্গা গ্রামে বাড়িতে যায়। বেলা ১১টায় জানাজা শেষে ব্যাটারিচালিত অটো রিকশায় ভালুকা বাসায় ফেরার সময় পথিমধ্যে গলায় থাকা ওড়না অটোর চাকায় প্যাঁচ লেগে ঘটনাস্থলেই সেজুতি মারা যায়।

বৃহস্পতিবার রাত ১০টায় সাতেঙ্গা মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/৬মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা