জুভেন্টাস ছাড়ছেন বুফন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২১, ১০:৪৯
অ- অ+

ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিশ্বকাপ জয়ী ফুটবলার জুয়ানলুইগি বুফনের। তবে এই সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে খুব শিগগিরই। চলতি মৌসুম শেষেই তুরিনের ক্লাবটি ছেড়ে দিচ্ছেন বলে বুফন নিজেই নিশ্চিত করেছেন।

এবারের মৌসুমটা খুব একটা ভালো কাটছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাসের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় পোর্তো বাধাই পেরোতে পারেনি তারা। এদিকে হাতছাড়া হয়েছে লিগ শিরোপাও। তার উপর শোনা যাচ্ছে আরেকটি দুঃসংবাদ। ক্লাবটির গোল পোস্টের দীর্ঘদিনের প্রহরী বুফন আর থাকছেন না।

এ বিষয়ে ইতালিয়ান এই গোলকিপার বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিষ্কার। এই বছর অবশ্যই জুভেন্টাসে আমার সুন্দর ও অনেক দীর্ঘ অভিজ্ঞতার শেষ হতে যাচ্ছে। হয় আমি খেলা ছেড়ে দেব নয়তো নতুন জায়গা খুঁজে নেব, যা আমাকে অনুপ্রাণিত করবে।’

তিনি আরো জানান, ‘জুভেন্টাসে আমি সবকিছু দিয়েছি এবং পেয়েছি। দুই পক্ষ একটি চক্রের শেষে পৌঁছে গেছি। তাই আমার ক্লাব ছাড়ার এটাই সঠিক সময়।’

(ঢাকাটাইমস/১২মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ
সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীও আসামি
জাতীয় বাজেট বাস্তবায়নে কর্মসংস্থান ও গবেষণার গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা