করোনার টিকা না হয় আছে, কিন্তু মিথিলার টিকা?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২১, ১০:৫১
অ- অ+

বাংলা শোবিজের সাবেক তারকা দম্পতি তাহসান রহমান খান ও রাফিয়াত রশীদ মিথিলার পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসে এখন তোলপাড় নেট দুনিয়া। একাধারে অভিনেতা-গায়ক, উপস্থাপক ও সমাজকর্মী তাহসানের অসংখ্যা ভক্তরা মিথিলা টিকা খুঁজে বেড়াচ্ছেন। তারা চাইছেন, তাদের প্রিয় তারকা যেন আর মিথিলামুখী না হন।

বুধবার রাতে তাহসান তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, ‘I have a surprise for YOU this Saturday night.’ অর্থাৎ, ‘এই শনিবার রাতে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে।’ এই স্ট্যাটাসের আধা ঘণ্টা পরেই তাহসানের সাবেক স্ত্রী মিথিলা তার পেইজে লেখেন, ‘Really!!!??, Waiting for THE surprise’ অর্থাৎ, ‘আসলেই!!!??, সারপ্রাইজের অপেক্ষায় থাকলাম।’

পাল্টাপাল্টি এমন স্ট্যাটাসে অনেকেই তাহসান ও মিথিলার আবার এক হয়ে যাওয়াকেই অনুমান করছেন। এতে বিশেষ ভাবে চটেছেন তাহসানের নারী ভক্তরা। মিথিলাকে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করে তাহসানকে তার থেকে দূরে রাখতে টিকার সন্ধান করছেন তারা। তাহসানের পোস্টে ন্যান্সি প্রিন্সেস নামে এক নারী ভক্ত লেখেন, ‘মিথিলা হচ্ছে তাহসানের জন্য করোনাভাইরাস। কলকাতা থেকে করোনাভাইরাস নিয়ে আসবেন তিনি। তাকে তাহসানের কাছে আর আসতে দেয়া যাবে না। করোনার টিকা আছে কিন্তু মিথিলার টিকা?’

একই পোস্টে শহিদুল হক নামের আরেক আইডি থেকে কমেন্ট করা হয়, ‘সবই ঠিক আছে কিন্তু সৃজিতকে ‘তুমি আবার মাঝখান দিয়ে কিছু মনে কইরো না’ এই ডায়লগটা মিথিলার নাকি খান (তাহসান) সাহেবের দেয়া উচিত, এটাই আমি বুঝতেসি না। বাকি সব একদম ক্লিয়ার।’

এদিকে তাহসানের সারপ্রাইজটা কী, তিনি কী সারপ্রাইজ দিতে চান, সেটা এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, সম্প্রতি তিনি ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছেন। সেটার বিষয়েই কোনো কিছু জানাতে পারেন। তবে সত্যিটা কী, তা জানতে আপাতত শনিবারের অপেক্ষায় মিথিলাসহ তাহসানের অগণিত ভক্ত।

ঢাকাটাইমস/১৩মে/এআর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা