ভ্যারিয়েন্ট চিহ্নিতে ভারত ফেরতদের পরীক্ষা করা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২১, ১৩:৩৩| আপডেট : ১৬ মে ২০২১, ১৩:৪৬
অ- অ+

করোনার ভারতীয় ধরন চিহ্নিত করতে সেখান থেকে যারা দেশে ফিরেছেন তাদের সবাইকে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

রবিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

এর আগে ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন ভারত ফেরত দুইজনের শরীরে করোনা শনাক্ত হলেও তারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছিলেন মহাখালী করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

এই দুজনের শারীরিক অবস্থা স্বাভাবিক আছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, এই দুজনকে আলাদা রাখা হয়েছে। তাদের এখনো অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে, শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।

ডিএনসিসি হাসপাতালের পরিচালক বলেন, এক হাজার শয্যা ও প্যাথলজি প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে যার মধ্যে ৪০ জন আছে আইসিইউতে।

অসচেতনভাবে ঈদ যাত্রার কারণে সামনে রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালের পরিচালক।

(ঢাকাটাইমস/১৬মে/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা