মিরপুরে দেয়ালচাপায় আহত শিশু নাজমা মারা গেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২১, ১৪:২৮| আপডেট : ০৯ জুন ২০২১, ১৪:৩৭
অ- অ+

রাজধানীর মিরপুরের পশ্চিম কাজীপাড়া এলাকায় ভবনের দেয়ালচাপায় আহত ১২ বছর বয়সী শিশু নাজমা খাতুন মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে দেয়ালচাপায় গুরুতর আহত হয় শিশুটি।

নিহত নাজমার বাবা মো. জিন্নাত আলী জানান, পরিবার নিয়ে তিনি পুরাতন হয়ে যাওয়া লিটন মিয়ার চারতলা ভবনটির নিচতলায় ভাড়া থাকেন। সন্ধ্যায় বাসায় খাওয়ার সময় হঠাৎ আওয়াজ শুনতে পান তিনি। খাবার রেখে পাশের রুমের লোকজনকে ইট সরাতে দেখেন তিনি। দ্বিতীয় তলার দেয়ালের একাংশ ভেঙে চাপা পড়া একজনকে উদ্ধারে কাজ করছেন তারা। জামা দেখে তিনি মেয়েকে চিনতে পারেন। উদ্ধার করে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমার মৃত্যু হয়।

জিন্নাত আলী আরও জানান, তার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে নাজমা দ্বিতীয়। তাদের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বন্ধু উশান গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/৯জুন/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা