অপারেশন কুয়েত পুনর্গঠনে নিয়োজিত সেনাসদস্যের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুন ২০২১, ২০:১৬

অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি-৮) নিয়োজিত থাকাকালীন মারা যাওয়া সেনাসদস্য সার্জেন্ট মুকুল হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে তার নামাজে জানাজা অনুষ্ঠিত

হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সদ্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাওয়া লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় সেনাবাহিনীর ঊদ্ধর্তন কর্মকর্তা ও বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুকুলের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে তার নিজ গ্রামের বাড়ি কিশোরগঞ্জে পাঠানো হয়। সেখানে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়।

গত ১১ জুন ব্রেইন স্ট্রোকে মারা যান মুকুল হোসেন। ছয় দিন পর আজ বৃহস্পতিবার মরহুমের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ঢাকাটাইমস/১৭জুন/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :