পদ্মায় পানি বৃদ্ধি, পাটুরিয়ায় যানবাহনের সারি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০২১, ১৭:১৭

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাতায়াতের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ। সম্প্রতি পদ্মায় পানি বৃদ্ধি ও স্রোত থাকায় আধা ঘণ্টার পথ পাড়ি দিতেই সময় লাগছে প্রায় ঘণ্টারও বেশি সময়। এতে করে ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে হাজার হাজার যানবাহন শ্রমিক ও যাত্রীকে।

শুক্রবার দুপুরে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ বড় হয়ে গেছে। আগে নৌপথ ছোট থাকায় গন্তব্যে পৌঁছতে সময় কম লাগত, কিন্তু এখন গড়ে ৩০-৪০ মিনিট সময় বেশি লাগছে। যার কারণে আমাদের ট্রিপের সংখ্যাও কমে গেছে।

তিনি বলেন, সরকারি ছুটির দিন হওয়াতে স্বাভাবিক সময়ের চেয়ে পাটুরিয়ায় যানবাহনের কিছুটা চাপ রয়েছে। সবশেষ পাটুরিয়ায় দুই শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক, শতাধিক পরিবহন বাস, অর্ধশতাধিক ছোট গাড়ি মিলে সাড়ে তিন থেকে চার শত যানবাহন নৌপথ পারাপারে অপেক্ষায় রয়েছে। নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরি বহরের ১৫টি ফেরি চলাচল করছে।

(ঢাকাটাইমস/১৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :