শত ষড়যন্ত্রেও আ.লীগকে বিলুপ্ত করা যাবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১৮:৩৯
ফাইল ছবি

শত ষড়যন্ত্র করেও আওয়ামী লীগকে বিলুপ্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদের চেতনা। এই জন্মের চেতনা থেকে আওয়ামী লীগকে বিলুপ্ত করা সম্ভব নয়।’

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে দলটি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ যখন স্বল্প সময়ের ব্যবধানে জাতির পিতার নেতৃত্বে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছিল তখনই মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা তথা বিশ্বের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক হত্যাকাণ্ড পনেরই আগস্টের মধ্য দিয়ে জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলার স্থপতি, জাতীয় পতাকার মানচিত্র কর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পঁচাত্তরের নৃশংস হত্যার মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের উল্টো পথে যাত্রা। ফিরে আসে পাকিস্তানি ভাবাদর্শের প্রতিক্রিয়াশীল রাজনীতি। নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা। আওয়ামী লীগ পতিত হয় এক বৈরী প্রতিকূল অবস্থায়। ফিরে আসে আশার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর তিনি বাংলাদেশে এসে ঐক্যের প্রতীক হিসেবে আওয়ামী লীগের হাল ধরেন। প্রতিকূল স্রোতে দীপ্ত গতিতে এগিয়ে নেন এই দলকে। একটি দল ধীরে ধীরে ইতিহাসের চড়াই-উতরাই পেরিয়ে, সংকট মাড়িয়ে প্রবল জনশক্তি, জীবনঘনিষ্ঠ কর্মসূচি নিয়ে জনতার মণিকোঠায় ঠাঁই করে নিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বাহাত্তর বছরের আওয়ামী লীগ আক্ষরিক অর্থে বৃদ্ধ। কিন্তু আওয়ামী লীগ কি বৃদ্ধ হয়েছে? আওয়ামী লীগ শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরে চির সবুজ ও চির তারুণ্যের দল। আওয়ামী লীগ যেমন হয়নি তেমনি আমাদের তেহাত্তর বছর বয়সী সভাপতি শেখ হাসিনা তার গতিময়তা এরাবিয়ান হর্সের মতো। এটা আমাদের গর্ব, এটা আমাদের সম্পদ।’

ওবায়দুল কাদের বলেন, ‘যারা উন্নয়ন দেখতে পায় না, এই অর্জন দেখতে পায় না, তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তারা পূর্ণিমার আলো ঝলমলে রাতে অমাবশ্যা অন্ধকার দেখে। তারা হচ্ছে বিএনপি এবং তার দোসররা।’

ওবায়দুল কাদের বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আজ বেশ সংগঠিত। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে নেতাকর্মীরা সজাগ থাকেন। দলের ইশতেহার বাস্তবায়নে সুশৃঙ্খল কর্মীরা প্রতিশ্রুতিশীল প্রতিজ্ঞাবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূল উৎপাটন করে আসুন আমরা সকলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা বিনির্মাণ করবো। বঙ্গবন্ধু কন্যা বাংলার জনপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো।’

(ঢাকাটাইমস/২৩জুন/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :