হবিগঞ্জ পৌরসভার বাজেট অনুষ্ঠানবর্জন করলেন সাংবাদিকরা

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২১, ২০:৪৬
অ- অ+

হবিগঞ্জ পৌরসভার বাজেট অনুষ্ঠান বর্জন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার দুুপুর ১২টায় পৌরসভা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেননি জেলার সিনিয়র সাংবাদিকসহ জাতীয় গণমাধ্যমে কর্মরত অধিকাংশ সাংবাদিক। টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে পৌর মেয়রের হস্তক্ষেপের জের হিসেবে তারা এ অনুষ্ঠান বর্জন করেন।

জানা গেছে, গত ২৬ জুন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হস্তক্ষেপ করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম। সিনিয়র সাংবাদিকরা বিষয়টি নিয়ে তার সাথে আলোচনা করলেও তিনি তা থেকে সরে আসেননি। ফলে মঙ্গলবার পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান বর্জন করা হয়।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা