সুনামগঞ্জে দোকানঘরে কিশোরের লাশ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২১ জুলাই ২০২১, ১৯:৩৮
অ- অ+

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের বালিউড়া বাজারে একটি চায়ের দোকানঘরের ভেতর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন মিয়া (১৪) উপজেলার পাশের বুগলা ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।

বুধবার সকালে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে মেঝে থেকে কিশোরের লাশ উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত কিশোরের বাবা বাবুল মিয়া বালিউড়া বাজারে স্ত্রী সন্তান নিয়ে একটি দোকানঘর ভাড়া নিয়ে কাচামালের ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না ।

নিখোঁজের বিষয়টি দোয়ারাবাজার থানা পুলিশকে সকালে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানঘরের মেঝেতে পড়ে থাকা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কেন কী কারণে তাকে খুন করা হলো তা এখনো পুলিশ নিশ্চিত নয়।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধরের সঙ্গে এ প্রতিবেদকের যখন ফোনে কথা হয় তখন তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। কী কারণে মামুনকে হত্যা করা হয়েছে সে বিষয়টি অনুসন্ধান চলছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২১জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা