অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক বরখাস্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২১, ১২:১৪| আপডেট : ২২ জুলাই ২০২১, ১২:১৬
অ- অ+
ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকের উদ্বোধন হবে আগামীকাল (শুক্রবার)। তার আগের দিন বরখাস্ত হলেন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক কেনতারো কোবায়াশি। তিনি উদ্বোধনী এবং সমাপনী দুইটি অনুষ্ঠানেরই পরিচালক ছিলেন।

কেনতারোর ১৯৯০ এর দশকে প্রকাশিত একটি ভিডিও ফুটেজ সম্প্রতি সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, তিনি হলোকাস্ট নিয়ে মজা করছেন। জাপানের অলিম্পিক প্রধান সেইকো হাশিমোতো বলেছেন, ‘এই ভিডিওতে ইতিহাসের বেদনায়ক ঘটনা নিয়ে হাসি তামাশা করা হয়েছে।’

কোবায়াশিকে বরখাস্ত করার পর কর্তৃপক্ষ এখন ভেবে দেখছেন, উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করা যায়।

এমনিতে করোনাভাইরাসের কারণে এখন বিপর্যস্ত সমগ্র বিশ্ব। অলিম্পিক ভিলেজেও করোনা হানা দিয়েছে। অলিম্পিক শুরু হলেও শেষ পর্যন্ত নিয়ে যাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার অলিম্পিক আয়োজক কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত অলিম্পিক সংশ্লিষ্ট ৯১ জনের শরীরে করোনা ধরা পড়েছে।

সেইকো হাশিমোতো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে আর অল্প সময় বাকি। উদ্বেগ তৈরি করার জন্য আমরা অলিম্পিক সংশ্লিষ্ট সকলের কাছে এবং জাপানের সব নাগরিকের কাছে ক্ষমা চাচ্ছি।’

(ঢাকাটাইমস/২২ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা