রামেকের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১০:০১| আপডেট : ২৭ জুলাই ২০২১, ১১:১৯
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২১ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর সাতজন, পাবনার পাঁচ, নাটোরের তিন, নওগাঁর চার এবং চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের একজন করে রোগী ছিলেন।

চলতি মাসের ২৭ দিনে ৪৬৪ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৫ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯৯ জন।

(ঢাকাটাইমস/২৭জুলাই/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
জনবল সংকটে ধুঁকছে ফেনী জেনারেল হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা