পলাশবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ২০:১৯| আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:২৩
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে সদরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে যাত্রীবাহী অটোরিকশাটি পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে সদরের উত্তর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রশিকা অফিসের সামনে অটোরিকশাকে চাপা দেয় রংপুরগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন যাত্রী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত অটোরিকশা উদ্ধারে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে তাক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরির্দশন করেছেন জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম। এ সময় তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করাসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান গণমাধ্যমকর্মীদের।

(ঢাকাটাইমস/৩০জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন?, জামায়াত আমিরকে ইঙ্গিত করে রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা