নরসিংদীতে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২১, ১৭:২৭

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অন্যদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্তৃক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার সকাল ১০টায় নরসিংদী শেরে বাংলা ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে দোয়া হয়। এছাড়া দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক সভাপতি শহর যুবলীগ আশরাফ হোসেন সরকার। পাঁচ শতাধিক প্রতিবন্ধীসহ দুঃস্থদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও ছিলেন নরসিংদী জেলা তাঁতীলীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানু, নিছার শওদাগর, সুবাস সাহা, রাজা সরকার, হিরু সরকারসহ অন্যান্য নেতারা।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :