ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন সাত তরুণী

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৯

অবৈধ পথে ভারত গিয়ে দুই বছর কারাভোগের পর দেশে ফিরেছেন সাত বাংলাদেশি তরুণী। বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তরুণীরা হলেন- যশোরের শিরিনা বিশ্বাস, আঞ্জুমান সুমি, ফরদিপুরের মৌসুমি আক্তার, চট্রগ্রামের রিয়া আক্তার, শ্রীপুররে সোহাগী আক্তার মমি, খাগড়াছড়রি জাকয়িা আক্তার ও সুনামগঞ্জের সুমা আক্তার। গত আড়াই বছর আগে দালালদের খপ্পরে পরে তারা ভারতে পাচার হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনের কাগজপত্রে আনুষ্ঠানিকতা শেষে আইনী সহয়তা দিতে এসব তরুণীদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোরে তাদের শেল্টার হোমে নিয়ে যাওয়া হয়।

তরুণীদের গ্রহণকারী এনজিও সংস্থাটির সিনিয়র প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে এ সাত তরুণী দুই বছর আগে ভারতে যায়। এসময় পাচারকারীরা তাদের ভালো কাজ না দিয়ে মুম্বাই শহরে ঝুঁকির্পূণ কাজে ব্যবহার করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়। এরপর আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠায়। সেখান থেকে ভারতীয় একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

এসময় তিনি আরও জানান, র্বতমান কোভিড পরিস্থিতির কারণে নিরাপত্তার কথা ভেবে তরুণীদের যশোর গাজীর দরগায় প্রাতিষ্ঠানিক কোয়ানেন্টাইনে ১৪ দিন রাখা হবে। কোয়ারেন্টাইন শেষে তাদর আইনী সহয়তাসহ কর্মসংস্থানের বিষয়ে সহযোগিতা করা হবে বলেও জানান এ র্কমর্কতা।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :