নুসরাতের কপালে সিঁদুর, তবে কি...

নিখিল জৈনর সঙ্গে বিয়ের পর কিছুদিন সিঁদুর দেখা গিয়েছিল ওপার বাংলার আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের কপালে। তখন ঘরে-বাইরে তো বটেই সংসদ অধিবেশনে পর্যন্ত নায়িকার সিঁথিতে শোভা পেত সিঁদুর। এ নিয়ে তাকে কটাক্ষের মুখে পড়তে হয়। হয়েছে সমালোচনাও। মুসলিম হয়ে কীভাবে তিনি সিঁদুর পরেন, এই প্রশ্ন তুলেছিল বহু নেটিজেন।
কিন্তু কিছুদিন না যেতেই নুসরাতের সিঁথি থেকে উধাও হয় সিঁদুর। এর পরই জানা যায়, স্বামী নিখিল জৈনর সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। একসময় আলাদা হয়ে যান তারা। চলতি বছরের মার্চে জানা যায়, নুসরাত সন্তানসম্ভবা। সেই সময় নিখিলের সঙ্গে বিয়েকে তো বেমালুম অস্বীকার করেন নায়িকা। বলেন, তাদের নাকি বিয়েই হয়নি। তারা কিছুদিন লিভ ইন সম্পর্কে ছিলেন মাত্র।
এই কয়েক মাসে অনেক কিছু ঘটে গেছে। নুসরাতের সম্পর্কে নিখিলের যেমন সম্পর্কের তিক্ততা প্রকাশ হয়ে পড়েছে, তেমনি প্রকাশ হয়েছে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তার প্রেমের খবর। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ হতেই নুসরাতের পেটের সন্তান তার নয় বলে সাফ জানিয়ে দেন নিখিল। সকলের নজর তখন চলে যায় যশ দাশগুপ্তের দিকে। বলা হয়, তিনিই নুসরাতের সন্তানের বাবা। যেহেতু এক বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন।
তবে গুঞ্জন এখানেই থেমে থাকেনি। টলিউডের বাতাসে কান পাতলে এখনো শোনা যায়, যশ এবং নুসরাত নাকি গোপনে বিয়েও করে ফেলেছেন। চলতি বছরের শুরুতে তারা একসঙ্গে রাজস্থান বেড়াতে গিয়েছিলেন। সেখানকার আজমীর শরীফে তাদের দেখা যায়। গুঞ্জন ওঠে, বিয়ে করে আশীর্বাদ চাইতেই আজমীর শরীরে গিয়েছিলেন আলোচিত এই জুটি।
এতসব গুঞ্জনের মাঝেই গত ২৬ আগস্ট নুসরাত জাহান পুত্রসন্তানের মা হয়েছেন। কিন্তু পরোক্ষভাবে নানা ইঙ্গিত দিলেও এখনো সন্তানের বাবার নাম সরাসরি বলেনি। এহেন রহস্য তৈরি করা নুসরাত জাহানের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে তার কপালে আবারও সিঁদুরের দেখা মিলেছে। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সেখানে একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিনি। ছবির ব্যাকগ্রাউন্ড বলছে, তা রাজস্থানের।
যশ-নুসরাতের ফ্যান পেজের দৌলতে সকলেই জানেন, নুসরাত আর যশের আজমীর শরিফ ঘুরতে যাওয়ার কথা। তাই অনেকেরই মত, সেই ভিডিও তোলা হয়েছে তখনই। যখন নুসরাত পরিচিত ছিলেন ব্যবসায়ী নিখিল জৈনের স্ত্রী হিসেবে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাওয়ায় উড়ছে তার চুল, কপালে সিঁদুর, পরনে সাদা টপ ও হলুদ স্কার্ট। ব্যাকগ্রাউন্ডে বাজছে ভাইরাল হওয়া সিংহলি গান ‘মানিকে মাগে হিথে’। ছবির তলায় অভিনেত্রী হ্যাশট্যাগ জুড়েছেন ‘মেজর মিসিং’, ‘থ্রো ব্যাক মেমরিজ’।
অন্যদিকে নেটিজেনদের আরেকটি অংশ বলছে, ভিডিওটি পুরোনো হলেও নুসরাত এটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, তিনি এখন বিবাহিত সম্পর্কে রয়েছেন। অর্থাৎ যশের সঙ্গে বিয়ের যে গুঞ্জন শোনা যাচ্ছে, তাতে সিলমোহর দিতে চাইছেন নায়িকা। সন্তানের জন্মের পর বারবার যেমন ইঙ্গিত দিয়ে চলেছেন যে, যশই তার সন্তানের বাবা, তেমনই সিঁদুর পরা ভিডিও পোস্ট করে বোঝাতে চাইছেন তিনি যশের স্ত্রী।
প্রসঙ্গত, গত বছর নিখিলের সঙ্গে থাকাকালীনই ‘এসওএস কলকাতা’ ছবিটির শুটিং শুরু করেন নুসরাত জাহান। সেখান থেকেই নাকি তিনি সহ-অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ান। একাধিক বার এমন দাবি নিখিলই করেছিলেন। তবে যত দিন গেছে সম্পর্ক নিয়ে ততই খোলামেলা হয়েছেন নুসরাত। এই যেমন গত বুধবার ছেলের ‘বাবা’ হিসেবে না হলেও ‘অভিভাবক’ হিসেবে যশের নাম উল্লেখ করেন তিনি।
ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এএইচ

মন্তব্য করুন