স্ত্রীর ইচ্ছাপূরণে জাতীয় দলে ফিরতে চান নাসির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৩
অ- অ+

চলতি বছরের ফেব্রুয়ারির ১৪ তারিখে নানা বিতর্কের পর সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা তাম্মির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। এবার স্ত্রীর ইচ্ছাপূরণের জন্য হলেও আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাকটিস শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্যই করেন তিনি।

বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনার পর জাতীয় দল থেকে অনেক দূরেই চলে গেছেন নাসির হোসেন। কিন্তু টাইগার শিবির থেকে যোজন-যোজন দূরে অবস্থান করলেও আবারও আগের জায়গায় ফিরতে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। এর পেছনে তার স্ত্রী তামিমার বড় ভূমিকা রয়েছে।

বুধবার মিরপুরের একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দেয়াকালে, প্রসঙ্গক্রমে প্রশ্ন আসে নাসিরের স্ত্রীর সেই ইচ্ছার ব্যাপারে। উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই আমি চেষ্টা করব স্ত্রীর ইচ্ছা পূরণ করার। যতদিন ক্রিকেট খেলব আমি চেষ্টা করব জাতীয় দলে যেন ফিরতে পারি। আমার মনে হয়, এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যেন জাতীয় দলে কামব্যাক করতে পারি।’

আবারও জাতীয় দলে ফেরার জন্য তার কার্যক্রম জানতে চাইলে তিনি বলেন, ‘ফেরার জন্য আসলে অবশ্যই অনুশীলনের কোনো বিকল্প নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাব। তো অবশ্যই ব্যাটিং-বোলিং দুইটাই হবে।’

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা