মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব, জেলেকে কুপিয়ে জখম

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩
অ- অ+

মাছ ধরা নিয়ে দ্বন্দ্বের জেরে মানিকগঞ্জে রতন রাজবংশী (৪৬) নামে এক জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে আরেক জেলের বিরুদ্ধে। আহত জেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত পলাশ মোল্লাকে আটক করেছে। শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।

আহত রতন হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত সূর্য রাজবংশীর ছেলে। আটক পলাশের বাড়ি ভাড়ারিয়া ইউনিয়নের ভাংগাবাড়িয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছ ধরা নিয়ে দুইজনের সঙ্গে পূর্ব থেকেই দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে সকালে রতন রাজবংশীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পলাশ। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, ঘটনার পরপরই স্থানীয় জনতা পলাশকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা