ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল যে কারণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৪০
অ- অ+

বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে তিন বছর আগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ আসামির অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে। এক আসামির মৃত্যু হওয়ায় ২০১৮ সালে করা মামলাটির অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে আগামী ২১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

রবিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ এর ফাতেমা ফেরদৌসের আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, তানভীর আহমেদ খান নামে এক আসামি মারা যাওয়ায় মামলাটির অভিযোগ গঠন করা সম্ভব হয়নি।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও মামলাটির আসামিপক্ষের অন্যতম আইনজীবী মো. ইকবাল হোসেন বলেন, কোনো আসামির মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রমাণাদিসহ একটি প্রতিবেদন আদালতে জমা দিতে হয়। এজন্য আসামিপক্ষের আইনজীবীর মাধ্যমে আবেদন করতে হয়। বিধি মোতাবেক আমরা আবেদন করেছি, কিন্তু আসামির মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে জমা দেন নাই। তাই আদালত অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে আগামী ২১ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন।

এর আগে এই মামলায় হাজিরা দিতে বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আদালত উপস্থিত হন। তবে কিছু আসামি এখনো পলাতক আছেন।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/বিইউ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা