ঢাবি সাংবাদিক সমিতির তিন যুগ পার

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫১
অ- অ+

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং অকৃত্রিম পেশাদারিত্বকে সঙ্গী করে তিন যুগ পার করল দেশের ক্যাম্পাস সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-ডুজা।

রবিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর বর্ণিল আয়োজনে সংগঠনটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দিবসটি উপলক্ষে কেক কাটা, আনন্দ র‌্যালি ও প্রীতি ফুটবল ম্যাচসহ নানা কর্মসূচিতে অংশ নেন এর সদস্যরা।

সকালে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডুজা’র প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় আর উপস্থিত ছিলেন ডুজার প্রতিষ্ঠাতা সদস্য এবং বাসসের সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল, সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরসহ সমিতির সাধারণ সদস্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান উপাচার্য। তিনি বলেন, যখন কেউ নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে, তখন তার মস্তিষ্ক সবকিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে। তাই আমাদের উচিত এটি পরিহার করা। আমাদের সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করে বস্তুনিষ্ঠ সংবাদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের লক্ষ্য হলো সুন্দর ও কল্যাণের উন্নয়ন ঘটানো। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে যেকোনো বিষয়কে সুন্দর করে তোলা যায়।

উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা দ্বৈত ভূমিকা পালন করেন। তারা একই সাথে শিক্ষার্থী এবং সাংবাদিক। দুটি ক্ষেত্রে কাজ করতে গিয়ে তারা সবসময় বস্তুনিষ্ঠতার প্রতি গুরুত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় তাদের মাঝে পেশাদারিত্বের মনোভাব শক্তিশালী অবস্থানে থাকে। সমিতির সকল সদস্যকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন এবং অন্যান্য সংবাদ তুলে ধরার আহ্বান জানান উপাচার্য।

সভাপতি মেহেদী হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ইতিহাস, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ইতিহাস। অতীতেও এর সদস্যরা নিজেদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে যেভাবে কাজ করে এসেছে, জাতির বৃহত্তর স্বার্থে আগামীতেও সেভাবেই কাজ করে যাবে।

সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে ক্যাম্পাস সাংবাদিকতা বিচ্ছিন্নভাবে ছিল। বেশ কয়েকবার সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও সেটি পূর্ণাঙ্গ রুপ পায়নি। ১৩ জন ক্যাম্পাস সাংবাদিকদের হাত ধরে ডাকসু থেকে ১৯৮৫ সালে ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করে সাংবাদিক সমিতি। শুরুর কঠিন পথ পেরিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও ক্যাম্পাস সাংবাদিকতার দৃঢ় ভিত্তি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বয়সের দিক তরুণ হলেও অগ্রজদের থেকে পাওয়া অনুপ্রেরণা নিয়ে ক্যাম্পাস সাংবাদিকতায় পেশাদারিত্বের স্পষ্ট চাপ রেখে যাচ্ছে।

পরে টিএসসির সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করেন ডুজার সদস্যরা। র‌্যালিটি টিএসসির সড়ক-দ্বীপ প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/আরএল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গাজায় ত্রাণ নিতে আসা ৮৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা