‘তৃণমূলে আ.লীগকে শক্তিশালী করতে হবে’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৯
অ- অ+

তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত থাকতে হবে। তৃণমূলকে সংগঠিত করতে ইউনিট পর্যায়ের কমিটিগুলোতে দক্ষ, পরিশ্রমী, জনসম্পৃক্তদের গুরুত্ব দিতে হবে।’

চট্টগ্রামের মোহরা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সম্মেলনকে সামনে রেখে রবিবার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের বাসভবনে এ সভা হয়।

বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও মহানগর যুবলীগ নেতা নজরুল বলেন, ‘ইউনিট পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা থাকলেই ওয়ার্ড, থানা ও জেলা আওয়ামী লীগও শক্তিশালী হবে এবং বঙ্গবন্ধু কন্যার হাত শক্তিশালী হবে। আর বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই দেশ এগিয়ে যাবে চূড়ান্ত লক্ষ্যে।’

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মোহরা ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আলমগীর, মো. সাকের, মোহরা এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন চৌধুরী বিটু, যুবলীগ নেতা আয়াছ উদ্দিন, জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, নুরুল আবছার, মো. সরোয়ার, মো. বেলাল, হারুনুর রশীদ, মো. বখতিয়ার, সৈয়দ আরিফ, রানা মজুমদার, প্রদীপ দাশ, আলী আকবর, সাজ্জাদ লিটন, নাজিম উদ্দিন, মো. শাহাজান, মো. নাজের, মো. মুরাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইছহাক, মো. জাফর, মো. হোসেন, মো. ফারুক, মো. গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, মিশু দাশ, চট্টগ্রাম মহান নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইমাম উদ্দিন, চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, মো. ইমরান, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সুরুজ, মো. হায়দার, মো. রুবেল, আরিফুল ইসলাম মুন্না, তৈহিদুল আলম, কায়ছার উদ্দিন, মহিন গাজী, মোস্তফা কামাল, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ডিকে দোলন, সৌরভ, হাসান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা