গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫১
অ- অ+

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মোনালিসা ইসলাম (১১) ও তৃষা (৮) নামে দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। তারা গোপালগঞ্জ জেনারেল হাসপালে ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সদর উপজেলার বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোনালিসা ইসলাম (১১) গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়।

স্কুলের প্রধান শিক্ষিকা পারভিন আক্তার জানান, মোনালিসা বিদ্যালয় থেকে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে কোভিড-১৯ নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় মোনালিসাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তেরোধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তৃষা (৮) করোনায় আক্রান্ত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সে অসুস্থ হলে তাকে কোভিড-১৯ নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হয়ে তৃষা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা অবিভাবকদের আতঙ্ক না হওয়ার আহবান জানান। করোনায় আক্রান্ত দুই শিক্ষার্থী শারীরিকভাবে সুস্থ আছে। জেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করার অনুরোধ করেন তিনি।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন?, জামায়াত আমিরকে ইঙ্গিত করে রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা