ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, আটক ১১

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৯
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটকদের ছয়জন পুরুষ, চারজন নারী ও একজন শিশু বয়েছে। শুক্রবার মহেশপুর উপজেলার মুন্ডুমালা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, মহেশপুরের মুন্ডুমালা গ্রামের একটি ইটভাটার এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে শ্রী রমেশ মন্ডল (২৮), শ্রী রমেশ মন্ডলের স্ত্রী মিতালী বিশ্বাস (২০), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মো. মোজ্জামেল হোসেন (৩২), নড়াইল জেলার কালিয়া উপজেলার পারবুমভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে পারভীন শেখ (৩০), ঢাকা জেলার লালবাগ থানার কামরাংঙ্গিরচর গ্রামের বাবুলের স্ত্রী রুমা খাতুন (৩০), চট্টগ্রাম জেলার বুচপুর উপজেলার জলন্তী গ্রামের শরাফত আলীর ছেলে শাহ আলম (২৫), সাতক্ষীরা জেলার সদর উপজেলার ফিংড়ী গ্রামের মৃত গোপাল রায় চৌধুরীর ছেলে মিন্টু রায় চৌধুরী (৩২) একই জেলার আশাশুনি উপজেলার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৭), যশোর জেলার শার্শা উপজেলার বড়কলনি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে মো. শুকুর আলী (৩০), মো. শুকুর আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২২) এবং ছেলে মো. জোনায়েদ হোসেনকে (০৫) আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার অপরাধে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর নিম্নচাপে প্লাবিত উপকূল, ১৬ জেলায় জলোচ্ছ্বাস ও ভারী বর্ষণের শঙ্কা
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা