চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩
অ- অ+

পাবনার চাটমোহরে সিএনজি চালিত অটোরিকশা ও মাছ বোঝাই পিক আপের মুখোমুখি সংঘর্ষে আলেফা খাতুন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের মহেশপুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী সিরাজগঞ্জের উল্লাপড়া উপজেলার কালিয়াকৈড় গ্রামের মোস্তফা সরকারকে গুরুতর আহতবাবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলেফা বেগম ও তারসস্বামী ভাঙ্গুড়া উপজেলা থেকে সিএনজি যোগে পাবনায় যাচ্ছিলেন। পথিমধ্যে চাটমোহর-টেবুনিয়া সড়কের মহেশপুর এলাকায় উল্টোদিক থেকে আসা মাছ বোঝাই একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আলেফা বেগম।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গুরুতর আহতাবস্থায় স্বামী মোস্তফা সরকারকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক পিকআপটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন?, জামায়াত আমিরকে ইঙ্গিত করে রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা