গোটা দেশটাই এখন ঢাকনা ছাড়া ম্যানহোল: মান্না

চট্টগ্রামে ম্যানহোলে পড়ে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় সরকারের সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেছেন, ‘বাংলাদেশের কোনো ঢাকনা নেই, খালি ম্যানহোল আছে। পুরো দেশটাই ঢাকনা ছাড়া ম্যানহোলে পরিণত হয়েছে।’
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক প্রতিবাদী অবস্থান থেকে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হাঁটতে গিয়ে ম্যানহোলে পড়ে গেল। পরে ৭০ ফুট নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হলো। কয়েক মাস আগে আরও একজন ম্যানহোলে পড়ে মারা গেছেন। তার মরদেহ পাওয়া যায়নি। কীভাবে সেই ম্যানহোল এখনো ঢাকনা ছাড়া রয়ে গেল, এটা জানতে চাই।’
মান্না বলেন, ‘বাংলাদেশ নিজেই একটা ঢাকনা ছাড়া ম্যানহোল। এই রাজধানীতে যে বাসগুলো চলে, গায়ের সঙ্গে গা লেগে থাকে। ইস্ত্রি করা কাপড় পরে একবার বাসে উঠলে যখন নামবেন মনে হবে, আপনি কোথা থেকে কুস্তি করে এলেন। চাকরির জায়গায় গিয়ে শান্তি নেই। আর বাজারে গেলে চাল, ডাল, আদা, লবণ, মরিচ কোন জিনিসের দাম কম?’
এ সময় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যে ফ্লাইট নিউইয়র্কে নিয়ে গেছে তার জন্য টাকা দিতে হবে জানতে চাই। আমরা শুনেছি, একটা ফ্লাইট নিতে হলে আন্তর্জাতিক নিয়মে ঘণ্টাপ্রতি ২৫-৪০ হাজার ডলার দিতে হয়। বিমানকে কী ঠকাবেন, ৫০০ ডলার দিয়ে বিদায় করে দেবেন?’
নাগরিক যুব ঐক্য আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক যুব ঐক্যর সমন্বয়ক এস এম এ কবীর হাসান, শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটি সদস্য আনিসুর রহমান খসরু, নাগরিক যুব ঐক্যের নেতা ডিএম শামীম, সাবেক সদস্য সচিব স্বপ্না আকতার, মহানগর সংগঠক নূর মোশাররফ, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেনসহ প্রমুখ।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/আরকে/জেবি)

মন্তব্য করুন