হবিগঞ্জে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১৭:৩৩

হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি শফর চান বিবিকে (৭৫) হত্যার অভিযোগ উঠেছে । বুধবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুত্রবধূকে আটক করেছে পুলিশ। জানা যায়, নিহত শফরচান বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি একা একা চলাফেরা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বড় বহুলা গ্রামের কদর আলী প্রথম স্ত্রী মারা যাওয়ার পর কয়েক মাস আগে সুনামগঞ্জের মনোয়া গ্রামের আব্দুল কাদের চৌধুরীর মেয়ে নাজমা চৌধুরীকে (৩০) দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর কদর আলীর মা শফরচান বিবির সঙ্গে পুত্রবধূর প্রায় সময় বিরুদ্ধ লেগে থাকত।

মঙ্গলবার রাতে শাশুড়িকে মারধর করে। এতে শাশুড়ি গুরুতর আহত হন। আত্মীয়-স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়। বুধবার সকালে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার ওসি মাসুক আলী জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুত্রবধূ নাজমা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :