মেরুদণ্ডে ব্যাথার সঙ্গে ফুসফুসেও জটিলতা বাসেত মজুমদারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ২০:০৫| আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:২৫
অ- অ+

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দেশ বরেণ্য আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মেরুদণ্ডের ব্যাথার সঙ্গে ফুসফুসেরও জটিলতা দেখা দিয়েছে।

বুধবার সন্ধ্যায় আব্দুল বাসেত মজুমদারের ছেলে সাঈদ আহমেদ রাজা ঢাকাটাইমসকে এ তথ্য জানান।

তিনি বলেন, আব্বুর ফুসফুসের জটিলতা বেড়েছে। ইউনাউডেট হাসপাতালের অধীনেই চিকিৎসা চলছে। সর্বশেষ তার পেছনের মেরুদণ্ডের হাঁড়ের একটা ডিস্ক ডিসপ্লেসমেন্ট হয়ে যায়। প্রায় আড়াই মাস থেকে উনি খুবই অসুস্থ। আমরা আব্বুকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করিয়েছি।

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার চেষ্টা চলছে জানিয়ে সাঈদ আহমেদ রাজা বলেন, দেশের বাইরে নেওয়ার চেষ্টা করছি। দলীয়ভাবেও চেষ্টা করা হচ্ছে। বুধবার অসুস্থ আব্দুল বাসেত মজুমদারকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি আবদুল বাসেত মজুমদারের চিকিৎসার খোঁজখবর নেন।

দেশবরেণ্য আইনজীবী বাসেত মজুমদার একাধিকবার বার কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন। সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইন পেশায় ৫০ বছরেরও বেশি সময় ধরে নিয়োজিত আব্দুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি। ১৯৬৬ সালে আইনাঙ্গনে যাত্রা শুরু করে বাসেত মজুমদার অবিরাম কাজ করে যাচ্ছেন। দুঃস্থ আইনজীবীদের জন্য নিজের নামে ট্রাস্ট ফান্ড গঠন করেছেন। দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এই ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।

বিলুপ্ত সম্মিলিত আইনজীবী সমিতির সাবেক আহ্বায়ক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক সভাপতি বাসেত মজুমদার বর্তমানে নবগঠিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বপালন করছেন।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এআইএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম
সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জামায়াত আমিরের
ওসি প্রদীপকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি গুজব: কারা অধিদপ্তর
এনবিআর এখনি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই: অর্থ মন্ত্রণালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা