টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বাসিন্দা।
নিহতের ভাতিজা আবু রায়হান বলেন, ‘আমরা ঠাকুরগাঁও থেকে বাসযোগে ঢাকা যাচ্ছিলাম। পরে সকালে বাসটি আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে ক্রটি দেখা দেয়। এ সময় সাব্বির হোসেন প্রকৃতিক ডাকে সাড়া দিয়ে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হয়। পরে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

মন্তব্য করুন