দুই ঘণ্টায় নদীগর্ভে ৩০টি দোকান, হুমকিতে অর্ধশতাধিক

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২১, ১৭:৩১

গোপালগঞ্জের কাশিয়ানীতে শুক্রবার সকালে মাত্র দুই ঘণ্টার মধ্যে মধুমতি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে ব্যবসায়ীদের মালামালসহ ৩০টি দোকান। আরও ২০টি দোকানে ফাটল ধরেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে দিচ্ছে প্রশাসন। বাজারটিতে হুমকির মুখে রয়েছে অর্ধশতাধিক দোকান।

শুক্রবার ভোররাতে কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া বাজারের নদীশাসন বাঁধে ফাটল ধরে। কেউ কিছু বুঝে উঠার আগেই ব্যবসায়ীদের মালামাল ও গুদামের পাটসহ ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান, মুয়াজ্জিন বাজার মসজিদে আজান দিতে এসে প্রথমেই দেখেন বাজারের পশ্চিম পাশের মধুমতি নদীর তীরে অনেকগুলো দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরে তিনি বিষয়টি অন্যদের জানান।

বাজারের ব্যবসায়ীরা জানান, সকালে বাজারে এসে তারা দেখেন তাদের দোকানপাট নেই। অথচ রাতে বেচাকেনা করে দোকানে তালা দিয়ে বাড়ি ফিরেন তারা। এসব ব্যবসায়ী তাদের মালামাল বের করে নেওয়ার সুযোগও পাননি।

ঐতিহ্যবাহী এই বাজারের আরও অর্ধশতাধিক দোকান হুমকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে পুরো বাজার।

খবর পেয়ে ভোরেই উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রায়হান, ইন্সপেক্টর মো. ফিরোজ আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান ঘটনাস্থলে আসেন। তারা ভাঙন ঠেকাতে নদীতে জিয়ো ব্যাগ ফেলার ব্যবস্থা করছেন।

উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় ঢাকা টাইমসকে বলেন, দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। ভাঙন রোধে আমরা দ্রুত জিয়ো ব্যাগ ফেলার চেষ্টা করছি। বাজারের বাকি অংশ যাতে রক্ষা পায় সেই ব্যবস্থা করছি।

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :