আলফাডাঙ্গায় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার গোপালপুর বাইতুল ফালাহ্ দাখিল মাদ্রাসা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করেন ‘ঐতিহ্যে গোপালপুর’ নামে একটি সামাজিক সংগঠন।
গোপালপুর বাইতুল ফালাহ্ দাখিল মাদ্রাসা, গোপালপুর নূরানী মাদ্রাসা, আনোয়ারা শিশু পল্লী একাডেমি ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ‘ঐতিহ্যে গোপালপুর’ সংগঠনের সম্পাদক এমএ মুসা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি খাঁন আসাদুজ্জামান টুনু। বক্তব্য দেন সাবেক সিবিএ নেতা সিদ্দিকুজ্জামান বাহার, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, গোপালপুর বাইতুল ফালাহ্ দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ, গোপালপুর নূরানী মাদ্রাসার সুপার আমিরুল ইসলাম, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান, স্থানীয় ইউপি সদস্য বাকিয়ার রহমান ও সংগঠনটির সমন্বয়ক ফেরদৌস খান প্রমুখ।
এ বিষয়ে সংগঠনটির সম্পাদক এম এ মুসা খান বলেন, ‘ঐতিহ্যে গোপালপুর সংগঠনটির পক্ষ থেকে সহস্রাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। শিশুদের এই হাসি বৃথা যাবে না। তারা অনুপ্রাণিত হবে এবং তারা পড়াশোনায় মনোযোগী হবে।’
(ঢাকাটাইমস/৯অক্টোবর/কেএম)

মন্তব্য করুন