নোয়াখালীতে তিন লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ১১:৩৮| আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১:৪০
অ- অ+

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। তবে জাল রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রবিবার সকালে মেঘনা নদীর নেয়াজ মিয়ার ঘাট এলাকা থেকে জালগুলো জব্দ করা হয়।

নলছিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর মৌলভীরচর ও নেয়াজ মিয়ার ঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে জাল রেখে পালিয়ে যান জেলেরা।

পরে ওই স্থান থেকে তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার সম্মতিক্রমে তীরে এনে জব্দকৃত জালগুলো আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা