ওমানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ

বাদ পড়ছেন সৌম্য, একাদশে ফিরছেন নাঈম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২১, ১৫:২০| আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫:২৯
অ- অ+

স্কটল্যান্ডের বিপক্ষে হারে বিশ্বকাপের খাদের কিনারায় পড়ে গেছে বাংলাদেশ। আজ ওমানের বিপক্ষে প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে হারলে এবং অন্যদিকে বিকেলে পাপুয়া নিউ গিনির বিপক্ষে স্কটল্যান্ড প্রত্যাশিত জয় পেলেই শেষ হবে টাইগারদের বিশ্বকাপ স্বপ্ন!

তবে সমীকরণের এমন অবস্থায় এসে দলে পরিবর্তন আনতে চলছে টিম ম্যানেজমেন্ট। রাত আটটায় স্বাগতিক ওমানের মুখোমুখি হওয়া ম্যাচে দলে ওপেনে দেখা যেতে পারে নাঈমকে। সেক্ষেত্রে বাদ পড়বেন সৌম্য সরকার। এমনকি দলের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো।

দলে বিকল্প বোলার হিসেবে থাকা সৌম্য সরকারে পরিবর্তে আজ নাঈম দেখা যাবে বলে আভাস রেখে কোচ বলেন, ‘নাঈম দুর্দান্ত করে আসছে। কিন্তু পিঠের অস্বস্তির কারণে রিয়াদ বোলিং করতে না পারায় বোলিংয়ের বিকল্প প্রয়োজন ছিল। রিয়াদ এখন ফিট এবং বোলিং করতে পারবে, যদি আগামীকাল (আজ) প্রয়োজন হয়। আমরা তাই নাঈমকে একাদশে ফেরাতে পারব।’

ওমানের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহও। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং উদ্বেগের বিষয়। আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং লাইন-আপে নয় নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন পর্যন্ত আমাদের ব্যাটিং গভীরতা আছে। আগামীকাল (আজ) আমাদের কিছু পরিবর্তন নিয়ে ভাবতে হবে।’

এখন পর্যন্ত একবার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বের রাউন্ডে ওমানকে বৃষ্টি আইনে ৫৪ রানে জিতেছিল টাইগাররা। অবশ্য ওমানকে পাঁচ বছরের পুরোনো দল ভাবলে সমস্যাই পড়বে টাইগাররা। ইতোমধ্যে তারা গ্রুপ পর্বে বড় জয় তুলে নিয়ে সেরা অবস্থানেই রয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওমানের সম্ভাব্য একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানের সংস্কারের বার্তা নিয়ে জনগণের দুয়ারে কাজী আলাউদ্দিন
অভিষেকেই রেকর্ডবই ওলটপালট মুল্ডার, টেস্টে ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস
চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীমকে মহাসচিব নিয়োগ দিলেন জিএম কাদের
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, বরিশালে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা