স্বামীকে কুপিয়ে হত্যায় স্ত্রী আটক

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ১৩:৪৯| আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৫:০১
অ- অ+

ভোলা সদর উপজেলায় স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দ্বিতীয় নুর নাহার বেগমকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল সংলগ্ন শিয়ালি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে।

স্থানীয়রা জানায়, ফরহাদ শ্বশুরবাড়িতে নতুন ঘর তুলে স্ত্রী নুর নাহার বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। রবিবার ভোরে কথা কাটাকাটির একপর্যায়ে নুর নাহার প্রথমে স্বামীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন।পরে বটি দিয়ে স্বামীর শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে ডান পা কেটে ফেলেন। এঘটনা স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলো সরকার
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর, বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা