প্রশান্তির জয়ই পেল অ্যাতলেটিকো মাদ্রিদ

স্প্যানিশ লা-লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের ডাগ আউটে ছিলেন না অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তার উপর আবার ৪৮ ঘন্টার মধ্যেই নামতে হয়েছে দ্বিতীয় ম্যাচে। ছিল বৃষ্টি বাধাও। এরপরও সবকিছু অতিক্রম করে রিয়াল বেতিসকে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে প্রশান্তির জয়ই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
উয়েফা চ্যাম্পিয়ন লিগের গ্রুপপর্বে লিভারপুলের কাছে ৩-২ গোল ব্যবধানে হারার পর লিগেও সুবিধা করতে পারছিল না অ্যাতলেটিকো মাদ্রিদ। পরের দুই ম্যাচে রিয়াল সোসিয়েদাদ এবং লেভেন্তের বিপক্ষে করেছে ড্র।
আগের সব হতাশা কাটাতেই বেতিসের বিপক্ষে খেলতে নামে চ্যাম্পিয়নরা। ঘরের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে বল দখলে সমানে সমান থাকলেও আক্রমণে একচ্ছত্র প্রভাব বিস্তার করে রাখে সিমিওনের শিষ্যরা। তাদের নয়টি অনটার্গেট শটের বিপরীতে মাত্র একবার গোলবার বরাবর আক্রমণ করতে পেরেছে সফরকারীররা।
আর ম্যাচের ২৬তম মিনিটেই প্রথম গোলের দেখা পায় অ্যাতলেটিকো। অ্যাঞ্জেল কোরেয়ার সহায়তায় স্কোরশিটে নাম তোলেন ইয়ানিক কারাসকো। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।
ম্যাচের পরের গোল দুটি হয় দ্বিতীয়ার্ধে। ৬৩ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার জার্মান পেজ্জেলার আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় অ্যাতলেটিকো। আর বেতিসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জোয়াও ফেলিক্স। এরপর আর কোনো গোল না হলে ৩-০ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এ জয়ের ফলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এসেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। অন্যদিকে তাদের চেয়ে একটি বেশি ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে রিয়াল বেতিস। আর ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান রিয়াল সোসিয়েদাদের। তাদের চেয়ে একম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে।
(ঢাকাটাইমস/০১ নভেম্বর/এমএম)

মন্তব্য করুন