সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তিযুদ্ধ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২১, ০৮:৩৪
অ- অ+
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।

শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য মোট ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, পরীক্ষা নেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সাত কলেজসহ আরও সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ঢাবি অধিভুক্ত এই সাত কলেজের।

ঢাকাটাইমস/৬নভেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ কুমার মজুমদার, সম্পাদক জসীম উদ্দিন
কুষ্টিয়ায় ১৩১ কোটি ৯৩ লাখ টাকার মাদক, অবৈধ মালামাল জব্দ
কমিউনিটি ব্যাংকের সঙ্গে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের চুক্তি 
জামালপুরে গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা