কাউন্সিলরসহ দুইজনকে হত্যা মামলার আসামি সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১, ১৩:০৭| আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩:৫৮
অ- অ+

কার্যালয়ে ঢুকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মোহাম্মদ সুমন।

বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরান জানান, র‍্যাব-১১ এর একটি দল চাঞ্চল্যকর কাউন্সিলর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি (৪ নম্বর) সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করেছে। তার বিষয়ে বিস্তারিত পরে জানাবে র‌্যাব।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আর প্রধান আসামি করা হয়েছে ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে।গত সোমবার নগরীর পাথরিয়াপাড়ায় কাউন্সিলর সোহেলের কার্যালয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। গুলিতে কাউন্সিলরের সহযোগী হরিপদ সাহাও মারা যান। গুলিতে আহত হন আরও ছয়জন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা