ভোট চাওয়ায় আ.লীগ কর্মীকে হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ২০:৩৩
অ- অ+

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নৌকায় ভোট চাওয়ায় সিরিঞ্জ দিয়ে আওয়ামী লীগ কর্মীর রক্ত তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা হারুন অর রশীদের বিরুদ্ধে। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার রাতে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামের বাসিন্দা বদরুল ইসলাম, মিরপুর গ্রামের বাসিন্দা রফিক মিয়া ও জুয়েল মিয়া।

হারুন অর রশীদ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। তিনি গত ১১ নভেম্বর অনুষ্ঠিত সুরমা ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীর প্রতীকের সঙ্গে পরাজিত হন।

থানায় সাধারণ ডায়েরিতে বলা হয়, উপজেলার সুরমা ইউনিয়নের খাগুরা গ্রামের বাসিন্দা হারুন অর রশীদ তার ব্যক্তিগত মোবাইল নাম্বার থেকে গত শুক্রবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের মামুনপুর গ্রামের বদরুল ইসলামকে কল দিয়ে রক্ত তুলে নেওয়ার হুমকি দেন।

‘হারুন বলেন- তোমার এতো বড় সাহস, তুমি নির্বাচনের দিন মশিউরের কাছে নৌকায় ভোট চাইছ। তুমি, রফিক এবং হাছান আলীর ছেলে জুয়েল তোমরা যারা নৌকার হয়ে ভোট চাইছ তোমাদেরকে বেঁধে তোমাদের কাছ থেকে আমি ২৫ লাখ টাকা উদ্ধার করব, টাকা উদ্ধার করতে না পারলে সিরিঞ্জ দিয়া তোমাদের রক্ত তুলে নেব।’

বদরুল ইসলামের সঙ্গে হারুন অর রশীদের এই কথোপকথনের কল রেকর্ড ইতোমধ্যে বিভিন্ন মানুষের মোবাইলে ছড়িয়ে পড়েছে।

এব্যাপারে সুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক বলেন, ‘নৌকার পক্ষে কাজ করায় আওয়ামী লীগের কর্মীদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন আমার প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী হারুন অর রশীদ। শুক্রবার থানায় গিয়ে অভিযোগ করেছি। এরপর বাড়ি ফেরার পথে আমার এক কর্মীকে মারধর করেছে হারুন অর রশীদ।’

‘পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আমার কর্মীরা নিরাপত্তাহীনতায় আছে। আমি এ বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়কেও জানিয়েছি।’ বলেন হালিম।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ‘হারুন অর রশীদের বিরুদ্ধে থানায় একটি জিডি করা হয়েছে। এখন এটার তদন্ত চলেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে গতকালকে জিডি করার পর কাউকে মারধরের কোনো অভিযোগ পাইনি।’

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা