‘মনস্টার’ বাইক আনল ডুকাতি

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২১, ০৯:৫২
অ- অ+

নতুন মনস্টার বাইক আনল ইতালির সুপারবাইক নির্মাতা প্রতিষ্ঠান ডুকাতি। মডেল ডুকাতি পেনিগেল ভার্সন ৪। নিত্যনতুন ফিচারে সেজেছে বাইকটি। এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা।

ডুকাতি পেনিগেল ভার্সন ৪ এর সিট ও ট্যাঙ্কের সারফেসে হয়েছে পরিবর্তন। আগের থেকে আরও বেশি অ্যারোডাইনামিক ডিজাইন পেয়েছে এই বাইক। হাই স্পিডে চলার সময় যাতে সমস্যা না হয় তাই দেওয়া হয়েছে এই ডিজাইন।

কুলিং সিস্টেমের উন্নতির জন্য ফেয়ারিংয়ের নিচে নতুনভাবে ডিজাইন করা হয়েছে এক্সট্র্যাকশন সকেটগুলো। এর ফলে বাইক আরও কমপ্যাক্ট ও ডবল-প্রোফাইল ডিজাইন উইংস পেয়েছে।যা গতি বাড়ালেও বাইকের স্থিতিশীলতা বজায় রাখবে।

নতুন বাইকের এবার বদলে দেওয়া হয়েছে লুব্রিকেশন সার্কিট ও ওয়েল পাম্প। এই নতুন আপডেটের ফলে পাওয়ার অ্যাবসর্বশন কম হয়েছে। ফলে হাই স্পিডে আরও মসৃণ হবে বাইকের রাস্তা।

বাইকটিতে ২১৫.৫ হর্স পাওয়ার মিলবে। যা চোখের পলকে দুরন্ত গতি তুলতে সক্ষম। এর ইঞ্জিনে ১২৬.৬ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা