চবির তিন ছাত্র প্রথমবার পাড়ি দেবেন বাংলা চ্যানেল

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাসে প্রথম বাংলা চ্যানেল পাড়ি দিতে চবির তিন ছাত্র মনোনীত হয়েছেন। ২০ ডিসেম্বর টেকনাফ শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেবেন তারা।

চবির এই তিন ছাত্র হচ্ছেন- স্পোর্টস সায়েন্স বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহ উদ্দিন, একই বিভাগের শফিউল হাসান ও পালি বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের উজ্জ্বল চাকমা।

এর আগে, দুই দফা বাছাই পর্বে অংশগ্রহণ করে এই তিন শিক্ষার্থী বাংলা চ্যানেল পাড়ি দিতে মনোনীত হয়েছেন।

শুক্রবার ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা সুইমিং করে সফলতার সঙ্গে ফাইনাল রাউন্ডে উঠে আসেন সালাহ উদ্দিন, শফিউল ও উজ্জ্বল।

এ বিষয়ে বাংলা চ্যানেল পাড়ি দিতে মনোনীত হওয়া চবির ছাত্র সালাহ উদ্দিন বলেন, ‘আমি ছোট বেলা থেকেই কাপ্তাই লেকে সাঁতার কেটে বেড়ে ওঠেছি। আমার মূল ইভেন্ট সাঁতার। স্কুল পর্যায় থেকেই সাঁতার কেটে বিভিন্ন প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার গ্রহণ করেছি, এছাড়া আমরা তিনজন বিশ্ববিদ্যালয় টিমের সুইমিং এবং ওয়াটারপোলো টিমের সদস্য।’

তিনি আরও বলেন, ‘২০১৭ সাল থেকেই স্বপ্ন ছিল কোনো একদিন আমিও বাংলা চ্যানেল পাড়ি দেব। সেই লক্ষ্যে ৫ বছর ধরে স্বপ্ন বাস্তবায়ন করতে নিজেকে প্রস্তুত করেছি। মহান আল্লাহর কাছে এই কামনা করি, তিনি যেন আমার স্বপ্ন পূরণ করেন।’

এসময় বিশ্ববিদ্যালয় থেকেও সার্বিক সহযোগিতা চান চবির এ শিক্ষার্থী।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :