প্রতারিত হয়ে বাড়ি-গাড়ি বেচতে হয়েছিল এই অভিনেত্রীকে

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২১, ০৯:০৪| আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১০:৩১
অ- অ+

ভারতের টিভি অভিনেত্রী রুবিনা দিলাইক। তবে তিনি পরিচিতি পান গত বছর সালমান খান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৪তম আসরে বিজয়ী হয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ‘বিগ বস’ তারকা তার জীবনের এক কালো অধ্যায়ের কথা ফাঁস করেছেন। জানিয়েছেন, তিনি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছিলেন।

রুবিনার দাবি, এক প্রযোজক ১৬ লাখ টাকার প্রতারণা করেছিলেন তার সঙ্গে। ২০১১ সালের কথা। দীর্ঘদিন ধরে তার পারিশ্রমিক আটকে রেখেছিলেন ওই প্রযোজক। টাকা কখন পাবেন, আদৌ পাবেন কি না, কিছুই বুঝে উঠতে পারছিলেন না রুবিনা। নয় মাস পর প্রযোজকের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন। পরে তাকে জানানো হয়, তার শ্যুটের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

রুবিনা জানিয়েছিলেন, ‘আমার ১৬ লাখ টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু এমন কিছু ঘটনা লেখা হয়েছিল, যেগুলো সত্যি নয় । খাতায় কলমে এ রকম নয়টি ঘটনা দেখানো হয়েছিল। তিনি আরও বলেন, ‘একবার পোকার কামড়ে আমার জ্বর এসেছিল। দুই থেকে তিন ঘণ্টা কাজ করতে পারিনি। হিসাবের খাতায় সেটি লেখা হয়। সেই কয়েক ঘণ্টার জন্য আমার ১ লাখ ৪৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। আমার পকেট থেকে সেই টাকাটা গিয়েছিল।’

অভিনেত্রী জানান, সেই প্রযোজকদের জন্য বেজায় সমস্যায় পড়েছিলেন তিনি। তার কথায়, ‘আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম । আমাকে আমার বাড়ি বিক্রি করে দিতে হয়েছিল। আমার স্বপ্নের শহরে নিজের একটা বাড়ি বিক্রি করে দিয়েছিলাম। ইএমআই দেওয়ার জন্য আমাকে এগুলো করতে হয়েছিল। এমনকি, আমার গাড়িটাও বিক্রি করতে হয়। কারণ ভয় আর চিন্তা নিয়ে বাঁচতে চাইনি।’

তবে সে সব কঠিন সময় কাটিয়ে এখন নিজেকে গুছিয়ে নিয়েছেন রুবিনা। গত বছর ‘বিগ বস’-এ চ্যাম্পিয়ন হয়ে তিনি বহু টাকা কামিয়েছেন। ভালো কাজও পাচ্ছেন। এই মুহূর্তে একাধিক ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার
৭০ শতাংশ লিভার ক্যানসারের কারণ হেপাটাইটিস বি, বাংলাদেশে আক্রান্ত এক কোটি মানুষ
গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় আরও ৬৩ জন ফিলিস্তিনি নিহত
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা