জন্মদিনে ন্যান্সি সম্পর্কে জানা-অজানা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২১, ১১:৪২| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩:৪৭
অ- অ+

নাজমুন মুনিরা ন্যান্সি। দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। গত ১৫ বছর ধরে সুরেলা কণ্ঠের জাদুতে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করছেন ন্যান্সি। স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে জিতেছেন প্রথমবারের মত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। এছাড়া ‘মেরিল প্রথম আলো পুরস্কার-এ ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা সাতবার তারকা জরিপে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেছেন।

আজ সেই সংগীত তারকার জন্মদিন। ১৯৮৭ সালের ১৩ ডিসেম্বর ন্যান্সি নেত্রকোনায় জন্মগ্রহণ করেছিলেন। প্রতি বছর ঘরোয়াভাবে তিনি জন্মদিনের উৎসব পালন করেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন ন্যান্সি। বিশেষ এ দিনটি তিনি তার নতুন স্বামী গীতিকার মহসীন মেহেদী ও দুই মেয়ের সঙ্গেই কাটাবেন।

২০০৬ সালে রিয়াজ-পূর্ণিমা অভিনীত ‘হৃদয়ের কথা’ ছবির গানে কণ্ঠ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় ন্যান্সির। একই বছর বিজ্ঞাপনের জিঙ্গেলেও তার অভিষেক হয়। ২০০৮ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন ন্যান্সি। ২০০৯ সালে সংগীতা থেকে বের হয় তার প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসা অধরা’। এরপর তার আরও কয়েকটি অ্যালবাম প্রকাশ হয়েছে।

ব্যক্তিগত জীবনে ন্যান্সি ২০০৬ সালে প্রথমে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে তাদের ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন। প্রথম সংসারে তার এক মেয়ে, নাম রোদেলা। পরবর্তীতে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। এ সংসারেও ন্যান্সির এক মেয়ে।

তবে টেকেনি দ্বিতীয় সংসারও। চলতি বছরের এপ্রিল মাসে এক ফেসবুক স্ট্যাটাসে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ন্যান্সি। জানান, তারা কয়েক মাস একসঙ্গে থাকছেন না। এরপর জুলাই মাসে ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে তৃতীয় বিয়ের ঘোষণা দেন গায়িকা। সেই মতো গত আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন।

গান গাওয়ার পাশাপাশি বাংলাদেশের রাজনীতির সঙ্গেও জড়িত ন্যান্সি। ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। তবে রাজনীতির মাঠে সেভাবে সক্রিয় নন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা