সোয়া ১১ কোটি ডোজ টিকা দেওয়া সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২১, ০৯:৩৫| আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১০:৩৮
অ- অ+
ফাইল ছবি

মজুদ বাড়ায় দেশে করোনাভাইরাসের টিকাদানে গতি এনেছে সরকার। প্রতিদিন সারাদেশে লাখ লাখ লোক টিকা নিচ্ছেন। ইতিমধ্যে প্রায় সোয়া ১১ লাখ ডোজ টিকার প্রয়োগ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ছয় কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন চার কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৭২৩ জন। সবমিলিয়ে ১১ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৫৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সারাদেশে নয় লাখ ৩৩ হাজার ৮১৬ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে তিন লাখ ৬৬ হাজার ৭৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে পাঁচ লাখ ৬৭ হাজার ২৮ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার এক লাখ ২৫ হাজার ৮০১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং সাত হাজার ৬০২ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। এখন পর্যন্ত ১৭ লাখ ১৪ হাজার ৬৮৭ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে দুই লাখ ৭৭ হাজার ৯০৬ জন।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা