অনিয়ম বন্ধে ব্রোকারেজ হাউজ পরিদর্শনে বিএসইসি

পুঁজিবাজারে যেসব ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, সেসব ব্রোকারেজ হাউজ সরাসরি পরিদর্শনে নামছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
প্রথম পর্যায়ে পরিদর্শন করবে এনবিএল সিকিউরিটিজ লিমিটেড ও ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড (ইউএফটিসিএল)।
বিএসইসির অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, মারুফ হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র ম্যানেজার বজলুর রহমান এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ডেপুটি ম্যানেজার শরীফ আলী ইরতেজাকে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানির অফিস এবং শাখা পরিদর্শন করার, তাদের অ্যাকাউন্টসের বই ও রেকর্ড পরিদর্শন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিএসইসির অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া, সহকারী পরিচালক আলী আহসান, ডিএসইর ডেপুটি ম্যানেজার ইকরাম হোসেন।
সিডিবিএলের ডেপুটি ম্যানেজার আফসার উদ্দিনকে এনবিএল সিকিউরিটিজের অফিস এবং শাখা পরিদর্শন করার, তাদের অ্যাকাউন্টসের বই ও রেকর্ড পরিদর্শন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএসইসি ব্রোকারেজ হাউজগুলিকে সংশ্লিষ্ট পরিদর্শন দলকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। পরিদর্শন দল দুটিকে পরিদর্শনের ৩০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএসইসির একজন কর্মকর্তা জানান, যেসব ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, সেসব ব্রোকারেজ হাউজ পর্যায়ক্রমে পরিদর্শন করবে বিএসইসি।
যাতে ব্রোকারেজ হাউজগুলো গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতে না পারে কিংবা গ্রাহকের স্বার্থবিরোধী কোনো কর্মকান্ড পরিচালনা করতে না পারে।
(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এসকেএস)

মন্তব্য করুন