তরুণ অভিনেতাদের নিয়ে বিস্ফোরক করণ জোহর

বলিউডের উঠতি অভিনেতাদের প্রতি একরাশ বিরক্তি প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির নামজাদা পরিচালক ও প্রযোজক করণ জোহর। সম্প্রতি এক সক্ষাৎাকারে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন তিনি। পরিচালকের অভিযোগ, বর্তমানে নতুন অভিনেতারা ছবিতে কাজ করার জন্য তুলনামূলকভাবে অনেক বেশি পারিশ্রমিক দাবি করেন।
ফিল্ম কম্পেনিয়ানকে দেওয়া ওই সাক্ষাৎাকরে করণ বলেন, ‘যে নতুন অভিনেতারা এখনও বক্স অফিসে নিজেকে প্রমাণ করতে পারেনি, তারাও ২০-৩০ কোটি টাকা পারিশ্রমিক চায়। তখন মনে হয়, ওদের একটা রিপোর্ট কার্ড দেখাই। জানাই, বক্স অফিসে ওদের ছবি আসলে কেমন ব্যবসা করে।’
এ বিষষ অবশ্য বড় তারকাদের পারিশ্রমিক নিয়ে অন্য সুর শোনা গেল করণের মুখে। বড় অভিনেতাদের সঙ্গে পারিশ্রমিক নিয়ে দর কষাকষি করতে কোনো সমস্যা নেই বলে জানান তিনি। কিন্তু ইন্ডাস্ট্রির নতুন এবং উঠতি অভিনেতাদের পারিশ্রমিক শুনে মাথায় রীতিমতো বাজ পড়ার মতো অবস্থা তার।
এ বিষয় খানিকটা অবাকও করণ জোহর। বহু হিট সিনেমার এই পরিচালক-প্রযোজকের সাফ মন্তব্য, যারা পর্দার পেছনে প্রযুক্তিগত কাজ করেন, তাদের বেশি পারিশ্রমিক দিতে রাজি তিনি। তবে এই প্রথম নয়। এর আগে আত্মজীবনী ‘দ্য আনস্যুটেবল বয়’-এও তরুণ অভিনেতাদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেন করণ।
ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এএইচ

মন্তব্য করুন