বোয়ালমারীতে লাগসই প্রযুক্তির দুদিনের প্রদর্শনী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২২, ১৫:১০| আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫:২১
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে দুদিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রিন্সিপাল ড. সনজিদা মুস্তাফী।

অন্যদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভিন, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসনে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বেশ কয়েকজন কর্মকর্তাসহ উপজেলায় বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তারা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

সেমিনার শেষে দুদিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে বিসিএসআইআরের ছয়টি স্টল ছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের মোট ১২টি স্টল বসেছে। এ প্রদর্শনী চলবে রবি ও সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা, পাঁচ দিন শেষে কমবে প্রবণতা
থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সহায়তায় আইএফআইসি ব্যাংকের রক্তদান কর্মসূচি
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা
স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন: উপদেষ্টা পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা